বাংলাদেশের সকল বিভাগে “ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি”র কার্যক্রম বিস্তৃত। সোসাইটির জন্ম ১৬ সেপ্টেম্বর ২০০২ সাল প্রাথমিক সদস্য ছিল ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। বর্তমানে সদস্য প্রায় ৩০০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। সোসাইটি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষদান মান সম্পন্নভাবে ঠিক রাখার জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমগুলোর মধ্যে প্রতিষ্ঠানগুলোতে অভিন্ন সিলেবাস, অভিন্ন প্রশ্নপত্র ও ঘঈঞই প্রকাশিত বইসহ অভিন্ন পুস্তক সরবরাহ করা। প্রশিক্ষণ ও মনিটরিং এর মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরি করা। এ পর্যন্ত প্রায় ৬০০০ শিক্ষক স্বল্প মেয়াদে প্রশিক্ষণ নিয়েছেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর সকল শ্রেণিতে বৃত্তি পরীক্ষা গ্রহণ ও বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও দুঃস্থ ও দরিদ্র শিক্ষক/ প্রতিষ্ঠান প্রধানদের এককালীন বা দীর্ঘ মেয়াদী সহায়তা প্রদান। সোসাইটির উপজেলা ও জেলা কার্যক্রম পরিচালনা ও গণতন্ত্র চর্চার লক্ষ্যে কেন্দ্র হতে অর্থ সরবরাহ এবং উপজেলা ও জেলাসহ কেন্দ্রীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে গনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি / পরিষদ গঠন ও কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণসহ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সোসাইটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিণ্ডারগার্টেন কল্যাণফান্ড (Kindergarten Welfare Fund) গঠন করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম তরাম্বিত ও কার্যক্রম Digitization করার জন্য Dynamic Web Site. Management Software, Account’s Software এর ব্যবহার ও Online কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি মনে করি নর্থ বেঙ্গল কিণ্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, রংপুর, বাংলাদেশ এর কার্যক্রম বিশ্বের যে কোন দেশে স্বাদরে সমাদৃত হবে। আমি আশা করি এ রকম একটি সামাজিক প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও আধুনিকায়নের জন্য দেশী-বিদেশী দাতা সংস্থাগুলো এগিয়ে আসবেন। সোসাইটির কার্যক্রম আরও গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং সার্বজনীন করার লক্ষ্যে দেশী- বিদেশী যে কোন নাগরিক বা সংগঠনের পরামর্শ স্বাদরে গ্রহণ করা হবে- আল্লাহ হাফেজ।
মোহাম্মদ আলী
মহাসচিব